যদি এমন হোত.. | সুপর্ণা মাইতি | Emon Jodi Hoto

যদি এমন হোত
📝সুপর্ণা মাইতি 


যদি এমন হোত....
ফিরে যাওয়া যেত ছোটবেলার দিনগুলিতে
আরো একটিবার,
হারিয়ে যাওয়া দিনের মুক্তগুলো দিয়ে-
জীবনটাকে করতাম শুরু আবার!

বন্ধু যারা চলে গেছে ভেসে
জীবন নতীর অন্য স্রোতের টানে,
নতুন করে মিলতাম সবে
ছেলেবেলার অকৃত্রিম সেই হাসি খুশি কলতানে...!

দিগন্ত বিস্তৃত সবুজকে সাক্ষী রেখে
ছুটতাম খেলতাম জন্মভূমির পথে পথে,
অতি প্রিয় চেনা সে মুখগুলো
থাকত সর্বদা সাথে সাথে!

শরতের আকাশে সাদা মেঘের সাথে
কেটে যাওয়া সেই বন্ধুত্বের ঘুড়িগুলো
যদি আসত আবার ফিরে ফিরে,
ফিকে হয়ে যাওয়া জীবনটাকে
রাঙিয়ে নিতাম তাদের পেয়ে ধীরে ধীরে!

কাগজের নৌকাগুলিতে সব কষ্ট যন্ত্রনা লিখে
ভাসিয়ে দিতাম ধারাশ্রাবণের উজানে,
নতুন ছন্দে নতুন করে তুলতাম সুর
জীবনবীণার গানে!

সোঁদা মাটির বুক থেকে-
নিয়ে নির্মল বাতাসের আঘ্রাণ,
ক্লান্ত শ্রান্ত দেহে আনতাম ফিরিয়ে....
নবমুকুলিত সবুজ সতেজ এক প্রাণ...!