শেখের বেটি হাসিনা | পলিয়ার ওয়াহিদ

শেখের বেটি হাসিনা
কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের করকমলে


মা, এভাবে বিমানের জানালায় বসে
মানুষের দুঃখ দর্শন করো না
তারা বড় কষ্ট পাবে
কিংবা তোমাকে দিতে পারে অভিশাপ

পাহাড়ী ঢলে ভেসে গেছে যাদের বাড়ি ঘর
যদিও তাদের চোখে নেই কান্নার জল
তখন বুক ফেটে নেমে আসতে পারে ঘৃণা
তাদের কি নেই সেই অধিকার?

মানুষের বাঁচার জন্য কি বেশি প্রয়োজন
খাদ্য, স্নেহ, শাসন নাকি ভালোবাসা?
তবু বলি পাখির চোখে সব লাগে সুন্দর
ব্যাঙ হয়ে দেখো দুর্যোগ কত কদাকার

মা, মানুষ কাটিয়ে উঠবে তাদের দুর্দশা
কারণ জীবনে রয়েছে সীমাহীন আশা
তারা তোমাকে পাশে চায়
এভাবে আকাশ-জমিন দূরত্ব তৈরি করো না।

Poliar Wahid - পলিয়ার ওয়াহিদ